রহমত নিউজ 04 May, 2025 01:51 PM
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত আন্দোনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে যতো মিথ্যা মামলা হয়েছে, সেসব অতি দ্রুত প্রত্যাহার করুন।
শনিবার (৩ মে) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ইসলামবিরোধী বক্তব্যের কারণে নাস্তিক তাসলিমা নাসরিনকে বাংলার জমিনে টিকে থাকতে দেওয়া হয় নাই। নারী সংস্কারের নামে ইসলাম বিরোধী কোনো তৎপরতাও এই দেশের মানুষ মেনে নেবে না।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গাজ্জাসহ ভারতের সকল নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়ানোর আশ্বাস প্রদান করুন।