| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক


আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক


রহমত নিউজ     04 May, 2025     12:15 PM    


আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী।

শনিবার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, বিগত এক মাসের ব্যবধানে বাংলার দুই নক্ষত্র আমাদের ছেড়ে চলে গেলেন। গত ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত হযরত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন। আর আজ চলে গেলেন আরেক নক্ষত্র আল্লামা সুলতান যওক নদভী। আল্লামা নদভী ছিলেন, বাংলাদেশের একজন প্রথিতযশা বরেণ্য আলেম, হাজারো আলেম গড়ার কারিগর, আরবি ভাষাচর্চার কিংবদন্তি অগ্রনায়ক ও ইসলামী চিন্তাবিদ। 

নেতৃদ্বয় আরও বলেন, আল্লামা সুলতান যওক নদভী ছিলেন আল্লামা আবুল হাসান আলী নদভী (রহ.)-এর ঘনিষ্ঠ শাগরেদ এবং তাঁর চিন্তাধারার ধারক ও বাহক।  তিনি ছিলেন চট্রগ্রাম এর ঐতিহ্যবাহী আধুনিক দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফের  প্রতিষ্ঠাতা। বাংলাদেশে আরবি ভাষা ও ইসলামি জ্ঞানচর্চাকে তিনি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রেখে গেছেন। তাঁর প্রতিষ্ঠানসহ সকল দ্বীনি খেদমতকে আল্লাহ তায়ালা কবুল করুন এবং তাঁকে রহমতের চাদরে আবৃত রাখুন।