মূল পাতা আন্তর্জাতিক পাক বিমান বাহিনীর ধাওয়া খেয়ে পালালো ভারতীয় রাফাল
আন্তর্জাতিক ডেস্ক 01 May, 2025 12:27 PM
নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে চারটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান উড়তে থাকায় সেগুলোকে ধাওয়া করে পাকিস্তান বিমান বাহিনী। তারপর সেই ধাওয়া খেয়ে রিতিমতো পালিয়ে যায় ভারতীয় রাফালগুলো।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ভারতীয় যুদ্ধবিমানগুলো অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) আকাশসীমার মধ্যে টহল দিচ্ছিল, তখন পাকিস্তানের বিমানবাহিনী তাদের উপস্থিতি টের পায় এবং যুদ্ধবিমান নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায়।
গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে সংঘটিত এ হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। ২০০০ সালের পর থেকে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে এটি একটি। এরপর ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এ গুরুত্বপূর্ণ জলবণ্টন চুক্তিটি সাক্ষরিত হয়েছিল, যা দুই দেশের মধ্যে বহু সংঘাতের পরেও টিকে ছিল। পরের দিন পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করার হুমকি দিয়ে প্রতিশোধ নেয়।
ভারত দাবি করেছে, পেহেলগামের এই হামলায় আন্তঃসীমান্ত সম্পৃক্ততা থাকতে পারে, যদিও তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করেনি। বিপরীতে, পাকিস্তান দৃঢ়ভাবে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং এই ঘটনা ভারতের সাজানো বলেও অভিহিত করছে।