রহমত নিউজ 29 April, 2025 02:20 PM
পবিত্র হজ পালন করতে যাওয়া যাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নবনির্বাচিত আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী এই শুভেচ্ছা জানান।
হাজীদের নিরাপদ সফর এবং হজ কবুলের দোয়া করে নেতৃদ্বয় বলেন,পবিত্র হজ ইসলামের পঞ্চ বুনিয়াদের অন্যতম ফরজ বিধান। সুস্থ- সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নর নারীর উপর বিলম্ব না করে হজ পালন করা অত্যাবশ্যকীয় ফরজ। বিনা ওজরে কালবিলম্ব করা গুনাহের কাজ।
নেতৃদ্বয় আরও বলেন, হাজীদের জন্য পবিত্র হজ্ব কার্যক্রমকে সহজীকরণ ও সেবা দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের হজ ম্যানেজমেন্ট সেন্টার প্রশংসার দাবি রাখে। সহজে নির্বিঘ্নে পবিত্র হজের কার্যক্রম ও বিধিবিধান পালনে সরকারিভাবে চালু করা “লাব্বাইক অ্যাপ”, হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ বিরাট ভূমিকা রাখবে।
আগামীতে আরো কম খরচে হজ পালন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন খেলাফত আন্দোলনের নবনির্বাচিত আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী।
নেতৃদ্বয় হাজীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের মোবারকবাদ জানান।
উল্লেখ্য; ২৯ এপ্রিল মধ্যরাতে বাংলাদেশ থেকে হাজীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এবং আগামী ৩১ মে ২০২৫ ইং সর্বশেষ হজ্ব ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি ১৪৪৬ হিজরি সনের হজ আগামী ৫ জুন ২০২৫ ইং অনুষ্ঠিত হবে।