| |
               

মূল পাতা আন্তর্জাতিক সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে : বিলাওয়াল ভুট্টো


সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে : বিলাওয়াল ভুট্টো


আন্তর্জাতিক ডেস্ক     26 April, 2025     12:11 PM    


কাশ্মীরে হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ভারতের মধ্যে চলছে তীব্র উত্তেজনা। এমন অবস্থায় নয়াদিল্লি যখন ইসলামাবাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে এবং ইসলামাবাদের দোরগোড়ায় যুদ্ধের ঢোল বাজাচ্ছে, তখন ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে। সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত। সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না।

শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তান পিপলস পার্টির এক সমাবেশে এসব কথা বলেন বিলাওয়াল ভুট্টো জারদারি।

সিন্ধু পানিচুক্তি থেকে ভারত একতরফা সরে আসার প্রতিক্রিয়ায় তিনি ভুট্টোর বংশধর বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন। সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে। আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব। 

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় কেউই মোদির যুদ্ধবাজ মনোভাব বা পাকিস্তান থেকে সিন্ধু নদীর পানি সরিয়ে নেওয়ার কোনো প্রচেষ্টা সহ্য করবে না।

বিলাওয়াল বলেন, মোদি সিন্ধু এবং সিন্ধু নদীর জনগণের মধ্যে যুগ যুগ ধরে চলা বন্ধন ছিন্ন করতে পারবেন না। ভারত সরকার পাকিস্তানের পানির ওপর চোখ রেখেছে। এ পরিস্থিতিতে সিন্ধুর পানি রক্ষা এবং সুরক্ষার জন্য চারটি প্রদেশের ঐক্য প্রয়োজন। আমরা বিশ্বকে একটি বার্তা পাঠাব। তা হলো, সিন্ধু নদী ডাকাতি মেনে নেওয়া হবে না।