| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলের দখলদারিত্ব না থামানো পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস


ইসরাইলের দখলদারিত্ব না থামানো পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস


মুসলিম বিশ্ব ডেস্ক     18 April, 2025     12:16 PM    


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যতদিন পর্যন্ত দখলদারিত্ব অব্যহত রাখবে, ততদিন অস্ত্র ছাড়বে না ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এমনই এক হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতা খলিল খলিল আল-হাইয়া। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি দেন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের এই শীর্ষ নেতা।

তিনি বলেন, নেতানিয়াহু ও তার সরকার রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে গাজ্জায় যুদ্ধ অব্যাহত রাখতে চায়। স্বল্পমেয়াদী যে কোনো চুক্তি নেতানিয়াহুর গণহত্যাকে লুকিয়ে রাখার কৌশল হবে। যতদিন ফিলিস্তিনের ভূমি দখলে রাখবে ইসরাইল, ততদিন অস্ত্র হাতে রাখবে হামাস।

ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না বলেও তিনি জানান।

খলিল আল-হাইয়া বলেন, গাজ্জা যুদ্ধের স্থায়ী অবসান, ইসরাইল কর্তৃক বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজ্জার পুনর্গঠনের বিনিময়ে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বাকি সব জিম্মিকে মুক্তি দিতে অবিলম্বে বিস্তৃত প্যাকেজ আলোচনায় অংশ নিতে প্রস্তুত।