| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জার রাফা পুরোপুরি দখল করেছে ইসরাইল


গাজ্জার রাফা পুরোপুরি দখল করেছে ইসরাইল


মুসলিম বিশ্ব ডেস্ক     14 April, 2025     11:54 AM    


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার গুরুত্বপূর্ণ শহর রাফা পুরোপুরি দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

তাদের দাবি অনুযায়ী, খান ইউনিস ও রাফাহর মধ্যকার অঞ্চলের ‘মোরাগ’ করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে শহরটিকে অবশিষ্ট গাজ্জা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে দখলদার বাহিনী। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর আগে প্রায় সাড়ে ১৫ মাস ধরে ইসরায়েলি আগ্রাসন চলাকালে বাস্তুচ্যুত গাজ্জাবাসীর অন্যতম আশ্রয়স্থল ছিল এই রাফা। 

শনিবার (১২ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে দখলকৃত অঞ্চলটি থেকে গাজ্জার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনাও দিয়েছে ইসরাইলী বাহিনী।

রাফা’র নিয়ন্ত্রণের বিষয়ে শনিবার (১২ এপ্রিল) ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, রাফাকে গাজ্জার বাকি অংশের সঙ্গে যুক্তকারী দক্ষিণ গাজ্জার একটি রুট ‘মোরাগ করিডোর’ নিয়ন্ত্রণে নিয়েছে তার সেনাবাহিনী। পুরো রাফাকে ঘিরে রেখেছে তারা।

রাফা শহরটি এখন ইসরাইলের ‘নিরাপত্তা অঞ্চলের’ অংশ বলে এক বিবৃতিতে জানান তিনি। একইসঙ্গে গাজ্জায় বসবাসরত ফিলিস্তিনিদের হুমকি দিয়ে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে হামাসকে নির্বাসিত করার এবং সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার এটাই শেষ সুযোগ। যদি গাজ্জার বাসিন্দারা কথামতো কাজ না করে, তবে পুরো উপত্যকা জুড়ে ইসরাইলি হামলা ছড়িয়ে পড়বে। 

কাটজ আরও বলেন, গাজ্জা উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করা আরেকটি রুট নেটজারিম করিডোরকেও প্রসারিত করা হবে।