রহমত নিউজ 23 March, 2025 01:22 PM
কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জে একটি হোটেলে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামী রাজনীতি নিঃসন্দেহে একটি অন্যতম দ্বীনি কাজ ও ইবাদত। হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী রাহ. বলেছেন ইসলামী রাজনীতিও দ্বীনের অংশ। হযরত হাফেজ্জী হুজুর রাহ. বলেছেন দ্বীনী সিয়াসত একটি অত্যাবশ্যকীয় কাজ। হাফেজ্জী হুজুর রহ: এর রেখে যাওয়া আমানত, দ্বীন প্রতিষ্ঠার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনকে এগিয়ে নিতে হবে।
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, খেলাফত আন্দোলনে নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি এহতেশামুল হক কাসেমী উজানী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, জেলা সেক্রেটারি মাওলানা শেখ সাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি মুশফিকুর রহমান জামাল রশিদী প্রমূখ।
খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, পবিত্র কুরআন-হাদীসে এমন অনেক বিধান আছে যা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কার্যকর করার কোনো সুযোগ নেই। যেমন চুরি, ব্যভিচার, খুন ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের শাস্তির বিধানসমূহ। কুরআনী ঐ সব বিধান কার্যকর করতে হলে সঠিক ইসলামী রাজনীতির চর্চার মাধ্যমে শাসনক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে। এই চেষ্টাই ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য। আল্লাহ তাআ'লা বলেছেন "হে ঈমানদারেরা! তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ কর।" অতএব একজন মুসলমান হিসেবে জীবনের সর্বক্ষেত্রে ইসলামী বিধি-বিধান মেনে চলা আবশ্যক। আর ইসলামী রাষ্ট্র ছাড়া পরিপূর্ণ ইসলামী বিধি বিধান মানা সম্ভব নয়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে শরিক হওয়া সকলেরই ঈমানী দায়িত্ব।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, ৫৩ বছর পূর্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখনো দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি, খেলাফত পদ্ধতির শাসন ছাড়া বৈষম্য দূর হবে না ইনসাফ প্রতিষ্ঠা হবে না। তিনি খেলাফত পদ্ধতির সরকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ করা আহ্বান জানান।