মূল পাতা মুসলিম বিশ্ব ধ্বংসস্তূপের মধ্যেই হামলা চালাচ্ছে ইসরাইল; তিন দিনে প্রাণ গেল আরও ২০০ ফিলিস্তিনি শিশুর
মুসলিম বিশ্ব ডেস্ক 20 March, 2025 09:09 PM
যুদ্ধবিরতি উপেক্ষা করে পবিত্র রমজানে গাজ্জা উপত্যকায় ভয়াবহ হামলা শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। মঙ্গলবার (১৮ মার্চ) থেকে শুরু হওয়া এ হামলা শুধু শিশুই প্রাণ হারিয়েছে ২০০ জন।
বৃহস্পতিবার (২০ মার্চ) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
এতে বলা হয়, গাজ্জায় ইসরাইলের বর্বর তাণ্ডবে এখন পর্যন্ত ৫০৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২০০ শিশু রয়েছে। হামলায় আহতের সংখ্যা নয়শতাধিক। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মদদে যুদ্ধবিরতি উপেক্ষা করে গত ১৮ মার্চ ভোরে গাজ্জায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। সাহরির সময় দখলদারদের এই হামলার ভয়াবহতা ফুটে উঠে ভোর পেরিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। বিভিন্ন গণমাধ্যম ও নিউজফিডে রক্তাক্ত-মৃত-আহত নারী ও শিশুদের লাশের ছবি ও ভিডিওতে ছেয়ে যেতে থাকে।
নৃশংস এমন তাণ্ডব চালানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণশক্তিতে যুদ্ধ আবার শুরু করেছে ইসরায়েল। এটা কেবল শুরু।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মির বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরাইল থামবে না।
এদিকে, আরব ও মুসলিম দেশগুলোর জনগণ এবং বিশ্বের মুক্ত মানুষকে গাজ্জায় ইসরাইলের বিধ্বংসী হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে মার্কিন হোয়াইট হাউসের সামনেও।