| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল খেলাফত পদ্ধতির শাসনব্যবস্থার মাধ্যমেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে : মাওলানা মাহবুবুর রহমান


খেলাফত পদ্ধতির শাসনব্যবস্থার মাধ্যমেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে : মাওলানা মাহবুবুর রহমান


রহমত নিউজ     20 March, 2025     12:44 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ও ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান বলেছেন, মানবরচিত তন্ত্র-মন্ত্র দিয়ে জনজীবনে প্রকৃত শান্তি আসতে পারে না। অতীতেও আসেনি, ভবিষ্যতেও আসবে না। বরঞ্চ মানবজাতির সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামীন কর্তৃক প্রদত্ত  শাসনব্যবস্থা তথা খেলাফত পদ্ধতির শাসনব্যবস্থা কায়েম হলেই জনজীবনে স্বস্তি ও দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

বুধবার (১৯ মার্চ) বিকাল ৪.০০ টায় ভাষানটেকস্থ মিসবাহুল কুরআন মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর ভাষানটেক থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, গোটা বিশ্বে আজ মাজলুম মুসলমানদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বিশেষতঃ গাজা উপত্যকায় সন্ত্রাসী ইজরাঈল ও ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। অথচ এর প্রতিকারে এখনও আমরা নির্বিকার হয়ে বসে আছি। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে।  সুতরাং মাজলুম মুসলমানদের সহযোগীতায় সকল প্রকার অন্যায়-অবিচার, জুলুম-অত্যাচার রুখে দিতে এবং খেলাফত পদ্ধতির শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে দলমত নির্বিশেষ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

ভাষানটেক থানা আমীর মুফতি নূরুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন সেক্রেটারি  মুহা. জাকির হুসাইন, খেলাফত আন্দোলন ভাষানটেক থানা  সহ-সভাপতি মুফতি ওমর ফারুক, সেক্রেটারি,জনাব রণি হাসান,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাষানটেক থানা সেক্রেটারি জনাব কামরুল ইসলাম ও জামাআতে ইসলামী বাংলাদেশ ওয়ার্ড সেক্রেটারি ডা. মাহমুদুল হাসান  প্রমুখ।