রহমত নিউজ 10 March, 2025 09:34 PM
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেছেন, দেশে ধর্ষণ, নারী নির্যাতন ও সামাজিক অবক্ষয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিক্ষাঙ্গন; যেখানে ছাত্র-ছাত্রীদের নিরাপদ থাকার কথা, সেখানেও তারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যৌন সহিংসতার শিকার হচ্ছে। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক।
সোমবার (১০ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।
দেশব্যাপী সংঘঠিত ধর্ষনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, মাগুড়ায় শিশু আছিয়াকে ধর্ষনের ঘটনায় জাতি সঙ্কিত। দেশে ধর্ষনসহ অন্যান্য অপরাধের বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার কারণে এমন অমানবিক ঘটনা ঘটছে। দেশের জনগণ আল্লাহ প্রদত্ত ধর্ষনের কঠোর শাস্তির বিধান বাস্তবায়নের প্রত্যাশা করছে।
এসময় বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৫দফা দাবি জানায় বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন।
১। ধর্ষণের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২। শিক্ষাঙ্গনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা।
৩। পর্নোগ্রাফি, অশ্লীলতা ও মাদকের বিস্তার রোধ করা।
৪। নৈতিক ও ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা।
৫। ধর্ষণের বিরুদ্ধে কঠোরতম আইন প্রয়োগ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
নেতৃদ্বয় বলেন, সমাজ থেকে ধর্ষণ ও অনৈতিকতা নির্মূল করতে হলে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা জরুরি। সকল প্রকার অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা।