মূল পাতা মুসলিম বিশ্ব মক্কায় চালু হলো কুরআন জাদুঘর
রহমত নিউজ 06 March, 2025 02:25 PM
পবিত্র কুরআনের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবার মক্কার হেরা সাংস্কৃতিক বিভাগে চালু হয়েছে কুআন জাদুঘর। মক্কার উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল আব্দুলআজিজ সম্প্রতি এই জাদুঘরটির উদ্বোধন করেন।
বুধবার (৫ মার্চ) বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
জানা যায়, পবিত্র কুরআন যে মুসলিমদের জন্য দিকনির্দেশনা সেই বিষয়টিই ফুটিয়ে তোলা হয়েছে এই জাদুঘরে। এই বিষয়গুলো স্থানীয় ও পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই জাদুঘরে আছে বিরল ও ঐতিহাসিক কিছু পান্ডুলিপি, কুরআনের ঐতিহাসিক কপি। এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (আঃ)-এর আমলের কুরআনের ছবিও এখানে সংগৃহিত আছে। সঙ্গে আছে কিছু প্রাচীন পাথর। যেগুলোতে কোরআনের আয়াত খোদাই করা আছে।
এছাড়া জাদুঘরটিতে কুরআন শরীফ অবতীর্ণ হওয়া, এটি সংরক্ষণের ইতিহাস বর্ণনা করা ডিসপ্লে রয়েছে। যেটির মাধ্যমে কোরআন সম্পর্কে দর্শনার্থীরা বেশ ভালো ধারণা অর্জন করতে পারবেন।
৬৭ হাজার মিটার জায়গাজুড়ে তৈরি হেরা সাংস্কৃতিক বিভাগে মক্কা ও ইসলামের ইতিহাস বর্ণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে। যারা এগুলো জানতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এছাড়া সেখানে গিয়ে সাধারণ মানুষ হেরা গুহাতেও যেতে পারবেন। যেখানে মহান আল্লাহ তায়ালা শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর ওপর কোরআন অবতীর্ণ করেছিলেন।
সূত্র: আরব নিউজ