| |
               

মূল পাতা আন্তর্জাতিক কাশ্মীর ইস্যুতে বিশ্বনেতাদের সহানুভূতি কুড়ালেন মোদি


কাশ্মীর ইস্যুতে বিশ্বনেতাদের সহানুভূতি কুড়ালেন মোদি


আন্তর্জাতিক ডেস্ক     24 April, 2025     01:22 PM    


কাশ্মীরে অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামে ‘সন্ত্রাসী হামলার’ ঘটনায় এবার আন্তর্জাতিকভাবে সহানুভূতি পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরের ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।

জানা যায়, হামলায় নিহতদের মধ্যে দুইজন বিদেশি নাগরিক রয়েছেন; যাদের একজন সংযুক্ত আরব আমিরাত ও অন্যজন নেপালের। 

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের ওই ঘটনার পর ট্রুথ সোশ্যালে নিজের প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, কাশ্মীরের ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত এবং আমেরিকা ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে’ ভারতের পাশে দৃঢ়ভাবে রয়েছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স-এ দেওয়া একটি বার্তায় জানিয়েছেন, ভারত ও আমেরিকা সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।  

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি সৌদি আরব, ইসরাইল, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশও এই হামলার নিন্দা জানিয়েছে।