| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নারী সংস্কার কমিশন বাতিলের দাবি নেজামে ইসলাম পার্টির


নারী সংস্কার কমিশন বাতিলের দাবি নেজামে ইসলাম পার্টির


রহমত নিউজ     22 April, 2025     11:20 AM    


নারীবিষয়ক সংস্কার কমিশন কর্তৃক উপস্থাপিত ইসলামবিরোধী বিভিন্ন প্রস্তাবনাকে দেশে অসভ্যতা ও বেহায়পনা প্রসারের নীল নকশা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর সরোয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

নেতৃদ্বয় বলেন, নারী-পুরুষের যথাযথ মর্যাদা ও অধিকার প্রদান করে ইসলামের আরোপিত বিধানই সমাজের জন্য ভারসাম্যপূর্ণ ও কল্যাণকর। সর্বোপরি নারী-পুরুষের জন্য মহান আল্লাহ প্রদত্ত মানবিক মর্যাদা ও ইসলামের পারিবারিক উত্তরাধিকার আইনের মাধ্যমেই নাগরিক অধিকারের সুনিশ্চিয়তা, সামাজিক স্থিতিশীলতা ও রাষ্ট্রের সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।

সোমবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।

তারা আরও বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালায় যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাবের মাধ্যমে মূলত অবৈধ যৌনাচারকে বৈধতা দানের দাবি করা হয়েছে। যা একটি শালীন ও সভ্য সমাজে কোনভাবেই কাম্য ও গ্রহণযোগ্য হতে পারে না। আর বিবাহবহির্ভূত সর্বপ্রকার যৌনাচারই ইসলামী শরীয়ত কর্তৃক কঠোরভাবে নিষিদ্ধ। এমতাবস্থায় যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব কুরআন-হাদীসের সুস্পষ্ট লংঘন ও চরম অসভ্যতা। সেই সাথে নারী-পুরুষের সমান অধিকারের দাবি ও ইসলামের উত্তরাধিকার আইনকে বৈষম্য বলে আখ্যায়িত করা মূলত আল্লাহর সৃষ্টি ও কুরআন-সুন্নাহর বিধানকে চ্যালেঞ্জ করার শামিল।

নেতারা আরও বলেন, যারা অবৈধ যৌনাচারের রাষ্ট্রীয় স্বীকৃতি, নারী-পুরুষের সমতা ও ইসলামের উত্তরাধিকার আইনের বিলুপ্তি চায় তারা ইসলামের শাশ্বত-চিরন্তন বিধান লংঘন করে প্রকৃতপক্ষে দেশের আবহমানকালের সভ্যতা-সংস্কৃতি, শালীন সমাজ কাঠামো ও প্রজন্মের নৈতিক চরিত্রে আঘাত হানতে মরিয়া হয়ে উঠেছে। তাই অবিলম্বে নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের উত্থাপিত কুরআন-সুন্নাহ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনা বিরোধী প্রস্তাবনাসমূহ বাতিল করতে হবে। অন্যথায় দেশের তৌহিদী চেতনার জনসাধারণ তার উচিত জবাব দেবে।