| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আজাদ কাশ্মীর দখল করতে চায় ভারত!


আজাদ কাশ্মীর দখল করতে চায় ভারত!


মুসলিম বিশ্ব ডেস্ক     06 March, 2025     02:39 PM    


পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ভারত দখল করতে চায়। এই বিষয়েই ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি কটূক্তিকর মন্তব্য করে বলেন, কাশ্মীর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার বেশ সক্রিয়। পাকিস্তানের চুরি করা অংশটুকু জম্মু ও কাশ্মীরের সঙ্গে জুড়ে দিতে পারলেই নয়াদিল্লি-ইসলামাবাদ সংঘাত বন্ধ হবে।

বুধবার (৫ মার্চ) রাতে লন্ডনের চ্যাথাম হাউসে এক সাক্ষাৎকারে জয়শঙ্কর এমন দাবি বলেন। ব্রিটেন সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্কর।

তিনি বলেন, ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় রয়েছে। 

তিনি দাবি করেন, এখন কাশ্মীরের অনেক সমস্যার সমাধান করা হয়েছে। ৩৭০ ধারা বাতিল করা তারই প্রথম ধাপ। এখন কেন্দ্রের লক্ষ্য কাশ্মীরে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের কাজ এবং সামাজিক বিচার ফিরিয়ে আনা। সেখানে নির্বাচন করানো এবং একটি অংশের মানুষের নির্বাচনে অংশ নেওয়াও কাশ্মীর সমস্যার সমাধানের একটা বড় উদাহরণ। তারপরেও কাশ্মীরের সমস্যার সমাধান করা যায়নি।

উল্লেখ্য; গত বছর লোকসভা ভোটের প্রচারে বিজেপি নেতারা ধারাবাহিকভাবে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর দখলের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রচারে উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথের প্রতিশ্রুতি ছিল, মোদি জেতার ছয় মাসের মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের হবে। তৃতীয় মোদী সরকারের বর্ষপূর্তির আগে বিদেশের মাটিতে জয়শঙ্করের এমন মন্তব্য নতুন করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে বিতর্ক উসকে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।