| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব দিল্লির যেকোনো অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়া হবে : পাক প্রতিরক্ষামন্ত্রী


দিল্লির যেকোনো অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়া হবে : পাক প্রতিরক্ষামন্ত্রী


মুসলিম বিশ্ব ডেস্ক     24 April, 2025     01:42 PM    


উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকারকে এবার কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। 

তিনি বলেন, দিল্লির যে কোনো অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়া হবে। শত্রুতাপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতের স্বভাবগত আচরণ আমাদের জানা আছে। এজন্য সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে ইসলামাবাদ।

বুধবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

খাজা আসিফ বলেন, ভারত দীর্ঘদিন ধরেই সিন্ধু পানিচুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিন্ধু পানিচুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি। যার মধ্যস্থতায় ছিল বিশ্ব ব্যাংক। এই চুক্তি একতরফাভাবে ভঙ্গ করার অধিকার ভারতের নেই।

পাক প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, জাতীয় পরিচয়ের বিষয় এলে পুরো পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং বিমান বাহিনী ও সশস্ত্র বাহিনীর পাকিস্তানের প্রতিরক্ষা বজায় রাখার পূর্ণ সক্ষমতা রয়েছে।

এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে আজ (২৪ এপ্রিল) জাতীয় নিরাপত্তা কমিটির একটি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা অভিযোগ দেয়ায় ভারতের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে এ বৈঠকে।

সূত্র: এআরওয়াই নিউজ