| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না : সৌদি আরব


ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না : সৌদি আরব


রহমত নিউজ     05 March, 2025     04:08 PM    


সৌদি আরব ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।  

মঙ্গলবার (৪ মার্চ) কায়রোতে অনুষ্ঠিত এক জরুরি আরব লীগ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজ্জার জন্য প্রস্তাবিত বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলোর পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন, সৌদি আরব ইসরাইলের বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা প্রত্যাখ্যান করে। তিনি গাজ্জা উপত্যকায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে আন্তর্জাতিক গ্যারান্টি ও জাতিসংঘের রেজুলেশন কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।  

তিনি আরও বলেন, সৌদি আরব দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন জানায়।  

গাজ্জা পুনর্গঠন অবশ্যই সেখানকার জনগণের উপস্থিতিতেই সম্পন্ন করতে হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেওয়া নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার উদ্যোগকে সৌদি আরব সমর্থন করে বলেও জানান তিনি।  

প্রিন্স ফয়সাল বলেন, গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ যে নজিরবিহীন দুর্ভোগের শিকার হয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার, গাজ্জা পুনর্গঠনের এবং ফিলিস্তিনিদের নিজ ভূমিতে মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ দেওয়ার দাবি জানায়। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মেলন যুদ্ধের বিধ্বংসী প্রভাব কমানোর, ফিলিস্তিনে নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষার এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ফলাফল বয়ে আনবে।