রহমত নিউজ 03 March, 2025 01:25 PM
জুলাই অভ্যুত্থানে সাধারণ ছাত্র সমাজের পাশাপাশি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও আলেম সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। আর সেই অবদানকে সমুন্নত রাখতে গঠিত হওয়া সংগঠন “তরুণ আলেম প্রজন্ম-২৪” এর কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবনা মোতাবেক তরুণ আলেম প্রজন্ম-২৪ এর কার্যকরী পরিষদ গঠিত হয়।
রোববার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানায় সংগঠনটি।
এর আগে, প্রাথমিকভাবে ৪৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের মাধ্যমে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি ।
উল্লেখ্য; হাজারখানেক আলেম-শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার পাশাপাশি প্রায় ৯০ জন আলেম ও মাদরাসা শিক্ষার্থী এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন।