| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় শহীদ শতাধিক ফিলিস্তিনি


গাজ্জায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় শহীদ শতাধিক ফিলিস্তিনি


মুসলিম বিশ্ব ডেস্ক     03 March, 2025     12:09 PM    


গত শনিবার (১ মার্চ) শেষ হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর না করে আবারও গাজ্জা ভূখণ্ডে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। যেখানে শহীদ হয়েছে চার নিরপরাধ ফিলিস্তিনির। আহত হয়েছেন আরও কয়েকজন।

সবশেষ এ ঘটনার আগে, যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেই কয়েক দফায় চুক্তির লঙ্ঘন করেছে ইসরাইল এবং সামান্য সব অজুহাতে গাজ্জার বাসিন্দাদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। সব মিলিয়ে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরাইলি হত্যাকাণ্ডের শিকার হয়েছে শতাধিক ফিলিস্তিনি।

রোববার (২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, রোববার গাজ্জায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গত জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় ১১৬ জন শহীদ হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূখণ্ডজুড়ে একাধিক এলাকায় ইসরাইলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে গত ১৯ জানুয়ারি থেকে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৪৯০ জনেরও বেশি মানুষ।

আনাদোলু বলছে, দক্ষিণ গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসের আল-ফারহিন এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় একজন নারী শহীদ এবং আরও দুইজন আহত হয়েছেন বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে। দক্ষিণ গাজ্জার রাফাহতেও ইসরাইলি স্নাইপারের গুলিতে আরেক ফিলিস্তিনি শহীদ এবং দুজন আহত হয়েছেন এবং উত্তরের শহর বেইত হানুনে ড্রোন হামলায় আরও দুইজন প্রাণ হারিয়েছেন।