| |
               

মূল পাতা জাতীয় কলমের খোঁচায় চুরি বন্ধ করতে হবে : ধর্ম উপদেষ্টা


কলমের খোঁচায় চুরি বন্ধ করতে হবে : ধর্ম উপদেষ্টা


রহমত নিউজ     02 March, 2025     04:49 PM    


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ঘুসের নতুন নাম হয়েছে স্পিড মানি। কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না।

আজ রবিবার (২ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কলমের খোঁচায় চুরি বন্ধ করতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আপনারা। ন্যায়বিচার ও সততার প্রতি অবিচল থাকতে হবে আপনাদের।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিটি প্রাণীর রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বৈধভাবে উপার্জন হলে ভালো, অবৈধ সম্পদ রেখে কোনো লাভ নেই। অবৈধ সম্পদ সরকারের ফান্ডে জমা দিয়ে দেন, তা না হলে কোনো মাফ নেই।’

আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘আমাদের মানসিকতায় সমস্যা। আমরা শুধু নিজের স্বার্থ দেখি। কিন্তু চুরি করে ঘি খাওয়ার চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া অনেক ভালো। ভালো হতে কোনো পয়সা লাগে না। সরকারি দপ্তরগুলোয় ফাইল আটকে রাখার প্রবণতা দেখা যায় আমাদের দেশে। জনগণের সুবিধার্থে ফাইল দ্রুত নিষ্পত্তি করুন, যাতে দেশ ও অর্থনীতি এগিয়ে যেতে পারে।’