| |
               

মূল পাতা ইসলাম রোজা রাখা অবস্থায় ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙ্গে যাবে? 


রোজা রাখা অবস্থায় ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা ভেঙ্গে যাবে? 


রহমত নিউজ     02 March, 2025     02:26 PM    


রোজা রাখা অবস্থায় কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলেন, তবে কি রোজা ভেঙ্গে যাবে? 

উত্তর : ভুল করে কেউ যদি রোজা থাকা অবস্থায় কিছু খেয়ে ফেলে, তবে সেই রোজা ভঙ্গ হবে না। 

আবু হুরাইরা রাদিয়াল্লাহু তা’আলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু বলেন, ‘যে ব্যক্তি ভুলে আহার করল বা পান করল; সে যেন তার রোজা পূর্ণ করে। কারণ, আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ১/২০২)

অপর আরেক হাদিসে আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত আছে, ‘যে রমজান মাসে ভুলে পানাহার করল, তার ওপর কোনো কাজা নেই; কোনো কাফফারাও নেই।’ (ইবনে হিব্বান, হাদিস : ০৮/২৮৮; হাকিম, হাদিস : ০১/৪৩০; সাহিহুল জামি, হাদিস : ৬০৭০)

ফিকহের কিতাব অনুসারে, পানাহার ও স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়; যদি রোজাদারের এ কথা মনে থাকে যে; সে রোজা রেখেছে। সুতরাং কেউ যদি রোজার কথা ভুলে গিয়ে পানাহার ও সঙ্গম করে, তবে তার রোজা ভাঙবে না। অবশ্য, স্মরণ হওয়ার সাথে সাথে তা থেকে বিরত থাকতে হবে। (রদ্দুল মুহতার, খণ্ড : ০৩, পৃষ্ঠা : ৩৬৫)

তবে একটি লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, দাঁতের মধ্যভাগে কোনো জিনিস ছোলা (চানাবুট) পরিমাণ কিংবা তার ছেয়ে বেশি আঁটকে থাকার পর তা খেয়ে ফেললে কিংবা ওই পরিমাণের চেয়ে কম— কিন্তু মুখ থেকে বের করে পুনরায় খেলে রোজা ভেঙে যাবে। (দুররে মুখতার, খণ্ড : ০৩, পৃষ্ঠা : ৩৯৪)

দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠনালীর নিচে নেমে গেলে এবং রক্ত যদি থুথু অপেক্ষা বেশি কিংবা সমান অথবা কম হয় এবং সেটার স্বাদ কণ্ঠে অনুভূত হলে— রোজা ভেঙে যাবে। যদি কম থাকে, আর স্বাদও কণ্ঠে অনুভূত না-হয়, তাহলে এমতাবস্থায় রোজা ভাঙবে না।  (দুররে মুখতার, খণ্ড : ০৩, পৃষ্ঠা : ৩৬৮)

নাকের ছিদ্র দিয়ে ঔষধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। (আলমগিরি, খণ্ড : ০১, পৃষ্ঠা : ২০৪)