| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য এনসিপির আত্মপ্রকাশ: অনুষ্ঠান শুরুর আগে জুম’আর নামাজ অনুষ্ঠিত


এনসিপির আত্মপ্রকাশ: অনুষ্ঠান শুরুর আগে জুম’আর নামাজ অনুষ্ঠিত


রহমত নিউজ     28 February, 2025     02:56 PM    


ছাত্রদের বহুল আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরুর আগে মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশস্থলেই জুমার নামাজ পড়েন নেতাকর্মীরা। এতে জুমআর খুৎবা দেন এবং ইমামতি করেন জাতীয় নাগরিক কমিটির নেতা মাওলানা সানাউল্লাহ খান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। সংসদ ভবনের সামনে মানিকমিয়া এভিনিউয়ের এক পাশে বানানো মঞ্চে বিকাল ৩টায় শুরু হবে সমাবেশ।

সমাবেশ ঘিরে দুপুরের আগে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা মানিক মিয়ায় আসতে শুরু করেছেন। তাদের অনেকে সেখানে জুমার নামাজে অংশ নেন।

জাতীয় নাগরিক কমিটির ফেইসবুক পেইজে এক বার্তায় ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সেখানে বলা হয়, “মানিক মিয়া এভিনিউয়ের দুটি সাইডের একটি সাইড (উত্তর সাইড) আড়ং-এর মোড় থেকে খামারবাড়ি পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঢাকাবাসীর প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

অনুষ্ঠানের সময়টায় বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বার্তায়।