রহমত নিউজ 24 February, 2025 02:36 PM
বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও টেকসই করতে সুইডেনকে সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি অনুদানের পরিবর্তে সামাজিক ব্যবসার মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা)-এর মহাপরিচালক ইয়াকোব গ্রানিটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
এ সময় তিনি সুইডেনকে স্বাস্থ্যসেবা, জ্বালানি সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে, নেপালের জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সুইডেনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সুইডেনের উন্নয়ন সহায়তার আওতায় বাংলাদেশ ২০২৪ সালে প্রায় এক বিলিয়ন সুইডিশ ক্রোনা পেয়েছে, যার একটি বড় অংশ মানবিক সহায়তা হিসেবে রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দ করা হয়েছে। সিডার মহাপরিচালক ইয়াকোব গ্রানিট বাংলাদেশের চলমান ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সুইডেনের সহায়তা আরও কার্যকর করার উপায় খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন।
সাক্ষাতে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, সুইডেন এ সংকট মোকাবিলায় বাংলাদেশকে অব্যাহত সহায়তা প্রদান করবে। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সম্পর্কেও জানতে চান।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস সুইডেনের ভূমিকার প্রশংসা করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সীমিত হলেও তারা দেশের পুনর্গঠনের জন্য কাজ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের শাসনামলে অনেক কিছু ধসে পড়েছিল, যা এখন ধাপে ধাপে পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। সুইডেনের অংশীদারিত্ব বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।