| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব এরদোগানের দলে যোগ দিলেন সাবেক ফুটবল তারকা মাসুদ ওজিল


এরদোগানের দলে যোগ দিলেন সাবেক ফুটবল তারকা মাসুদ ওজিল


মুসলিম বিশ্ব ডেস্ক     24 February, 2025     01:49 PM    


তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের অন্যতম নেতা রজব তাইয়্যেব এরদোগানের রাজনৈতিক দল একে পার্টিতে যোগ দিয়েছেন জার্মানি, রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবল তারকা মাসুদ ওজিল। 

রোববার (২৩ ফেব্রুয়ারি)  এরদোগানের ক্ষমতাসীন দল একে পার্টির সদস্য হয়েছেন এই ফুটবল তারকা।

জার্মানিতে জন্মগ্রহণকারী ও ২০১৪ বিশ্বকাপজয়ী ওজিল আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একে পর্টির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন। ২০০২ সাল থেকে তুরস্কের ক্ষমতায় থাকা একে পার্টির প্রধান হিসেবে নবম বারের মতো পুনঃনির্বাচিত হন এরদোগান।

ওজিল ২০২৩ সালে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরেই এরদোগানের সমর্থক ছিলেন। ২০১৯ সালে তিনি সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন। তার সেই বিয়েতেও উপস্থিত ছিলেন এরদোগান।

সূত্র : এএফপি