রহমত নিউজ 22 February, 2025 12:12 PM
পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্যে রাখাল রাহা উরফে সাজ্জাদুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কটূক্তি ও অবমাননা করায় তার বিচারের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান, দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা জুনায়েদ আল-হাবীব, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।
বিবৃতিতে নেতারা বলেন, এই অসভ্য (রাখাল রাহা) জ্ঞানপাপীদের সমুচিত শাস্তি নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও জটিল হতে থাকবে।
বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, এ রকম জঘন্য মানসিকতার একজন মানুষ কী ভাবে পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য হয়। মুক্ত চিন্তা ও বাকস্বাধীনতার নামে আল্লাহ, তাঁর রাসূল সা. কিংবা ইসলাম ধর্মের কোন শাখা-প্রশাখা সম্পর্কে কটুক্তি করা নিঃসন্দেহে ধৃষ্টতাপূর্ণ কাজ এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কুঠারাঘাত করার শামিল। যখনই এ রকম কোন ঘটনা সামনে আসে তখনই ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। অতি স্বাভাবিক কারণে স্পর্শকাতর এই জায়গাগুলোতে ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যায়।
সরকারকে দ্রুত রাখাল রাহাকে উপরোক্ত কমিটি থেকে অপসারণ ও সমুচিত বিচার করার আহ্বান জানিয়ে নেতারা বলেন, জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে যারা আদা-জল খেয়ে কাজ করে যাচ্ছে এই রাখাল রাহাদের পেছনে তাদের কোন প্রকার ইন্ধন আছে কি না, সরকারকে তা খুঁজে বের করতে হবে।