| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ডোনাল্ড ট্রাম্প


ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ডোনাল্ড ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক     20 February, 2025     10:37 AM    


যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা চলাকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে পরিস্থিতি ঘোলাটে করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যথাসময়ে নির্বাচন না হলে ইউক্রেনের অস্তিত্ব বিলীনের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ফ্লোরিডার মিয়ামিতে আয়োজিত সৌদি বিনিয়োগ সম্মেলনে জেলেনস্কির ওপর বিরক্তি প্রকাশ করে ব্যাপক সমালোচনা করেন ট্রাম্প।

টানা দ্বিতীয় দিনের মতো প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গত বছর মেয়াদ শেষ হবার পরও নির্বাচন না দিয়ে প্রেসিডেন্ট পদ ধরে রাখলে দেশের অস্তিত্ব ধরে রাখা কঠিন হবে বলে সতর্ক করেছে মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবে শুরু হওয়া মধ্যস্থতা প্রক্রিয়ায় জেলেনস্কি চাইলে যোগ দিতে পারেন। ইউক্রেনের পেছনে আমেরিকার হাজার হাজার কোটি ডলার খরচ করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। আর এই যুদ্ধ বিস্তারের জন্য জেলেনস্কির পাশাপাশি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর ইউরোপীয় নেতাদের দুষেছেন।

এদিকে, গত কিছুদিন ধরে পশ্চিমা নেতাদের অসহযোগিতা আর তীব্র সমালোচনার মুখে ইউক্রেনের জনগণের ভূয়সী প্রশংসায় ভিডিও বার্তা দিয়েছেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন সংকট সমাধানে দেশের জনগণের পাশাপাশি আমেরিকা আর ইউরোপের ওপর এখনও আস্থা আছে তার।