| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কওমি শিক্ষার্থীদের জন্য নূরিয়ায়  ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে “বিশেষ আয়োজন”


কওমি শিক্ষার্থীদের জন্য নূরিয়ায়  ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে “বিশেষ আয়োজন”


রহমত নিউজ     10 February, 2025     07:29 PM    


কওমী মাদরাসার শিক্ষার্থীদের জন্য আগামী ২৬ শাবান (২৬ ফেব্রুয়ারি) থেকে জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরে শুরু হচ্ছে বিশেষ আয়োজন। এতে থাকবে আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স ও তাইসীর জামাতের ভর্তিচ্ছুক ছাত্রদের ভর্তি প্রস্তুতিমূলক কোর্স।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের নাযেমে তা’লিমাত (শিক্ষা সচিব) মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কওমী মাদরাসার শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই স্বল্পমূলে এই কোর্সগুলোর আয়োজন করা হয়েছে। আশাকরি এই কোর্সগুলো মনোযোগ সহকারে সম্পন্ন করতে পারলে একজন তালিবে ইলমের খুব উপকারে আসবে। 

কোর্সটি দুই ভাগে ভাগ করা হয়েছে। 

ক) আরবী ভাষার প্রশিক্ষণ কোর্স : : এ কোর্সে যে সকল বিষয় থাকবে

১। নাহু সরফের কাওয়ায়েদে মুহিম্মার ইজরা এবং জটিল বাক্যের তারকীবের অনুশীলন।
২। আরবী থেকে বাংলা ভাষায় সাবলীল অনুবাদের মশক।
৩। "আল-ইনশাউল-ইবদায়ী” (সৃজনশীল রচনা) এর অনুশীলন।
৪। "আল-ইনশাউল ওযীফী" (ব্যবহারিক রচনা) ও খত্তে রুক'আর অনুশীলন। (ভর্তি যোগ্য ছাত্র, নাহবেমীর থেকে জালালাইন পড়ুয়া ছাত্রবৃন্দ)

খ) তাইসীর জামাতের ভর্তিচ্ছুক ছাত্রদের ভর্তি প্রস্তুতিমূলক কোর্স : এ কোর্সে যে সকল বিষয় থাকবে

১। উর্দু পড়া ও লেখা।
২। বাংলা পড়া ও লেখা।
৩। প্রাথমিক গণিত শিক্ষা।

সকল কোর্সে ভর্তি ফি- ৫০০/-
ভর্তির তারিখ : ২৫ শা'বান (২৫ ফেব্রুয়ারি), মঙ্গলবার
সকাল ১০টা।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ : ০১৭৯০৩১৩১১৪, ০১৯৫৭৬০৯৩২০, ০১৮৩৭২৯২৬৪৭

কোর্সের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নূরিয়ার মুহতামিম মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ হাফেজ্জী।