| |
               

মূল পাতা জাতীয় ফেব্রুয়ারিতেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে: আইন উপদেষ্টা


ফেব্রুয়ারিতেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে: আইন উপদেষ্টা


রহমত নিউজ     08 February, 2025     07:56 PM    


সংস্কার নিয়ে ফেব্রুয়ারি মাসেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন। তিনি বলেন, ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইন আপলোড করা হয়েছে। এতে ২ হাজার সুপারিশ করা হয়েছে। এগুলো নিয়ে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছেন। যা আগামী নির্বাচনের আগে করা যেতে পারে। আশু করণীয় কিছু বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমতের প্রয়োজন হবে। ফেব্রুয়ারি মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে।

তিনি জানান, আইনজীবীদের ফি নির্ধারণ করা লিখিত চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার পদ্ধতি চিরস্থায়ী বন্ধ করার সুপারিশ এসেছে। আদালত প্রাঙ্গণে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ। অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তি ভিত্তিক নিয়োগের আওতায় আনা মামলার জট কমাতে সুপারিশ এসেছে।

এসময় আইন উপদেষ্টা বলেন, অযথা সময়ক্ষেপণ করে এই সরকারের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই। 

বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।