রবিবার, ২ মার্চ ২০২৫ | ১৭ ফাল্গুন ১৪৩১ |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল বিএনপির সাথে জমিয়তের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত


বিএনপির সাথে জমিয়তের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত


রহমত নিউজ     31 January, 2025     08:19 PM    


বিএনপির সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি'র সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও লিয়াজু কমিটির প্রধান জনাব নজরুল ইসলাম খান।

জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।