মূল পাতা আন্তর্জাতিক দক্ষিণ কোরিয়ার সদ্য সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক 11 December, 2024 03:04 PM
দক্ষিণ কোরিয়ার সদ্য সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন কারাগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (১১ ডিসেম্বর) দেশটির বিচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংসদে বিষয়টি জানিয়েছেন।
কোরিয়া সংশোধন পরিষেবার কমিশনার জেনারেল শিন ইয়ং হে সংসদীয় শুনানিতে জানান, সাবেক মন্ত্রী কিম আত্মহত্যার চেষ্টার পর বেঁচে গেছেন। তার অবস্থা স্থিতিশীল।
গত ০৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন চাপিয়ে দেয়ার যে ব্যর্থ চেষ্টা হয়েছিল সেখানে কিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়েছে।
ওই দিন মধ্যরাতে দক্ষিণের প্রেসিডেন্ট ইউন সুক–ইওল দেশে সামরিক আইন জারি করেন। তার সামরিক আইন জারির ঘোষণায় এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রদেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়ে। হুমকিতে পড়ে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের কাহিনিও।
সামরিক আইন জারি এবং জনগণের চাপের মুখে কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করার পর প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। তবে শনিবার বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টে হওয়া এ সংক্রান্ত ভোটে উতরে গেছেন তিনি।
তারপরও প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট ইউনের সামরিক আইন ঘোষণার জন্য তাকে অভিশংসনের দ্বিতীয় প্রচেষ্টা চালাতে প্রস্তুতি নিচ্ছে। যদি দ্বিতীয় অভিশংসন প্রচেষ্টা সফল হয়, তাহলে প্রধানমন্ত্রী হান ডাক-সু অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। এরপর দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত সিদ্ধান্ত নেবে যে ইউনকে অফিস থেকে সরিয়ে দেয়া হবে নাকি তার ক্ষমতা পুনর্বহাল করা হবে।
সূত্র, খবর রয়টার্স।