| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগান সরকারকে স্বীকৃতি দেয়ার পথে রাশিয়া


আফগান সরকারকে স্বীকৃতি দেয়ার পথে রাশিয়া


রহমত নিউজ     11 December, 2024     02:17 PM    


আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল রাশিয়া। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রুশ সংসদের নিম্নকক্ষ ডুমায় একটি আইন পাসের পক্ষে ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। ওই আইন কার্যকর হলে মস্কোর নিষিদ্ধ সন্ত্রাসী তালিকা থেকে তালেবানের নাম বাদ দেয়া সম্ভব হবে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স

২০২১ সালে পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। তবে থেকে কোনো দেশই এখন পর্যন্ত এই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এমনকি গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলেও উল্লেখ করেন।

এখন তালেবানের সঙ্গে সম্পর্ক গড়তে চাইলেও আফগানিস্তানে রাশিয়ারও রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে। ১৯৭৯ সালের ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী। আফগান মুজাহিদিন যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াই হয় তাদের। তবে ১৯৮৯ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন। এই যুদ্ধে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়।