| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল সোহরাওয়ার্দী উদ্যানের মহাসম্মেলন সফলের আহবান জামিয়া নূরিয়ার


সোহরাওয়ার্দী উদ্যানের মহাসম্মেলন সফলের আহবান জামিয়া নূরিয়ার


রহমত নিউজ     04 November, 2024     11:08 AM    


আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর)  সকাল ৯ টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দাওয়াত ও তাবলীগ, কওমী মাদরাসা এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলন সফল করার আহবান জানিয়েছেন হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নূরিয়া ইসলামিয়া কর্তৃপক্ষ ও কামরাঙ্গীরচর-কেরাণীগঞ্জের উলামায়ে কেরাম।

রবিবার (৩ নভেম্বর ) বাদ আসর জামিয়ার মিলনায়তনে ৫ নভেম্বরের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে এই আহবান জানান জামিয়া কতৃপক্ষ। 

জামিয়ার নাজিমে তালিমাত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জামিয়ার সিনিয়র উস্তাদ মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতী সুলতান মহিউদ্দিন, আশরাফুল উলুমের উস্তাদ মুফতী হাবীবুর রহমান, জামিয়া নূরিয়ার উস্তাদ মাওলানা মাহবুবুল্লাহ, মুফতী আবুল হাসান কাসেমী, মাওলানা রশিদ আহমাদ, মারকাজুত তাকওয়ার পরিচালক মুফতী আল আমীন, মুফতী জাকির বিল্লাহসহ জামিয়ার শিক্ষকবৃন্দ ও এলাকার দ্বীনদার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় উপস্থিত উলামায়ে কেরাম বলেন, ৫ তারিখের সমাবেশ হক্বকে বুলন্দ করার সমাবেশ।  আমাদেরকে জান-মাল ব্যয় করে এ সমাবেশ সফল করতে হবে। সমাবেশে সারাদেশ থেকে আগত জনতা মেহমান এবং ঢাকাবাসী মেজবান। কাজেই ঢাকাবাসীকে মেহমানদের কদর করতে হবে। ০৫ তারিখের সমাবেশে কামরাঙ্গীরচর থেকে কমপক্ষে ১ লক্ষ জনতা সমাবেশে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলোচকগণ। কামরাঙ্গীরচর থেকে সমাবেশে যোগদানে ইচ্ছুকদের ৫ নভেম্বর ফজরের পরপরই জামিয়া নুরিয়ায় জমায়েত হওয়ার এবং জামাতবদ্ধভাবে সমাবেশের উদ্দেশে রওয়ানা দেওয়ার আহবান জানানো হয়।