| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ


স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ


রহমত নিউজ     25 August, 2024     10:19 PM    


স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে বলে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।

এদিকে, আনসার বাহিনীর সদস্যদের আন্দোলনের মুখে সচিবালয়ের সব গেট বন্ধ করে রাখা হয়েছে। দিনব্যাপী এ আন্দোলন চলার পর এ প্রতিবেদন লেখা অবধি (সন্ধ্যা ৭টা) অবরুদ্ধ রয়েছেন হাজার কর্মকর্তা-কর্মচারী। ফলে সচিবালয়ের পেছনের ওয়াচ টাওয়ার দিয়ে উঁচু প্রাচীর টপকে বাইরে বের হচ্ছেন এপিবিএনের সদস্যরা।

আনসারদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না।

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় শিক্ষার্থী ও বেশ কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করে আনসার সদস্যরা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা