| |
               

মূল পাতা জাতীয় ক্বারী আহমাদ বিন ইউসুফের কাছে আজান ও কেরাতের প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ সদস্যরা


ক্বারী আহমাদ বিন ইউসুফের কাছে আজান ও কেরাতের প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ সদস্যরা


রহমত নিউজ     08 July, 2024     10:24 AM    


বিশ্ববিখ্যাত বাংলাদেশী ক্বারি  শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীর নিকট আজান ও কেরাতের প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশ পুলিশ সদস্যরা। রোববার (৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশনায় রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে ৫ সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। 

 প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণ পরিচালনা করবে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইকরা)। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিখ্যাত ক্বারী ও ইকরার সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীসহ অন্যান্য প্রশিক্ষক। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সহাযোগিতায় রয়েছে ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মোহাম্মদ জায়েদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপকমিশনার মোহাম্মদ সোহেল রানা। এ সময় ডিএমপির কল্যাণ ও ফোর্স এবং লজিস্টিকস বিভাগের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।