| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন


বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন


রহমত নিউজ     03 July, 2024     02:45 PM    


পেনশন বিরোধী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের সিদ্ধান্ত গণবিরোধী, প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার।

বুধবার (৩ জুলাই) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতাসীনরা লুটপাট করে রাজকোষ একদিকে খালি করছে, আরেকদিকে শিক্ষকদের পকেটকাটার ষড়যন্ত্র করছে।

তিনি জানান, খালেদা জিয়ার মুক্তির জন্য বাগেরহাট, নাটোর, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় ডাকা বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ ও ক্ষমতাসীনরা।

এছাড়া ঢাকাসহ কয়েকটি এলাকা থেকে বিএনপি নেতা-কর্মীদের তুলে নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের এখনো কোনো হদিস পাওয়া যায়নি। দেশে আবারও গুমের সংস্কৃতি শুরু হয়েছে। জনগণের উত্থানের মাধ্যমে সরকারের পতন হবে, যারা হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।