প্রবাস ডেস্ক 12 June, 2024 11:09 AM
বৈধ কাজপত্র না থাকায় ৪৬ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে চারজন বাংলাদেশিও আছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ জুন) দেশটির নেগরি সেম্বিলানের কুয়ালা পিলাতে অভিযান চালিয়ে ওই অভিবাসীদেরকে আটক করা হয়েছে।
নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশনের প্রধান কেনিথ তান আইক কিয়াং বলেছেন, সোমবার (১০ জুন) রাত ৯টা থেকে মঙ্গলবার (১১ জুন) রাত ২টার মধ্যে পরিচালিত দুটি অভিযানে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ায় বসবাসরত ভিসাহীন অভিবাসীরা এখন ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। কিন্তু অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় এ কর্মসূচিতে সাড়া না দেওয়ায় চলছে ধরপাকড়। অভিযানে প্রায়ই আটক হচ্ছেন বাংলাদেশিসহ অসংখ্য অভিবাসী।