| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ‘কুরআনি শিক্ষার অভাবে মানুষ হিংসা পরায়ন ও বিপথগামী হচ্ছে’


‘কুরআনি শিক্ষার অভাবে মানুষ হিংসা পরায়ন ও বিপথগামী হচ্ছে’


এবি সিদ্দীক     01 June, 2024     06:05 PM    


মাদরাসার পরিচালকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর উত্তর। শনিবার (০১ জুন)  রাজধানীর পল্লবীস্থ একটি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নগর উত্তর সভাপতি মুফতী আবুল কালাম আজাদ আনোয়ারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী। এছাড়া আরও বক্তব্য রাখেন, কবি মিজানুর রহমান মাদারিপুরী, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতী আবু সাঈদ সিদ্দিকী ও মুফতী মেরাজুল হক প্রমূখ।

মতবিনিময় সভায় প্রায় ত্রিশটি মাদরাসার পরিচালকগণ (প্রিন্সিপাল) অংশগ্রহণ করে তাদের সুচিন্তি ও গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী বলেন, বাংলাদেশে আজ কুরআনি শিক্ষার অভাবে মানুষ মাদকাসক্ত, হিংসা পরায়ন ও বিপথগামী হচ্ছে। এ কারণে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। কোন আইন করেই অপরাধ প্রবণতা কমানো যাচ্ছে না। পারিবারিক শিক্ষা ধ্বংস হওয়ায় সবচেয়ে প্রাচীন পারিবারিক অবকাঠামো ভেঙ্গে যাচ্ছে। তথাকথিত নীতি নৈতিকতাহীন আধুনিক বর্জুয়া শিক্ষায় শিক্ষিত, স্মার্ট অধিকাংশ পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জলছে। বার্ধ্যক্যে সন্তান পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা