| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী কাগজের বান্ডিল পড়ে ঘুমন্ত শ্রমিকের মৃত্যু


কাগজের বান্ডিল পড়ে ঘুমন্ত শ্রমিকের মৃত্যু


রহমত নিউজ     01 June, 2024     08:21 AM    


রাজধানী ফকিরাপুলে প্রিন্টিংয়ের কাগজের বান্ডিল পড়ে তুষার (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সেবা প্রিন্টিং প্রেস নামে একটি ছাপাখানায় এ ঘটনা ঘটে। নিহত তুষার ওই ছাপাখানায় কাজ করতেন।

নিহতের খালাতো ভাই রাসেল বলেন, কারখানায় ঘুমিয়ে থাকা অবস্থায় প্রিন্টিং কারখানার তাক থেকে কাগজের রিম তুষারের গায়ে পড়ে যায়। ছাপাখানার মালিক তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে ভেতরে ঢোকেন। এ সময় কাগজের রিমের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তুষারকে। পরে মতিঝিল থানা পুলিশকে খবর দিলে তারা এসে সেখান থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন তুষারকে।

তুষার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের ইসলাম গায়েনের ছেলে। কর্মসূত্রে তিনি ফকিরাপুলের এক নং গলিতে সেবা প্রিন্টিং প্রেস কারখানায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা