| |
               

মূল পাতা জাতীয় সরকার ঢাকায় ব্যাটারিচালিত আটোরিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ


ঢাকায় ব্যাটারিচালিত আটোরিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ


রহমত নিউজ     20 May, 2024     02:46 PM    


ঢাকা মহানগরীর সড়কে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (২০ মে) সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ এবং দ্রব্য ও জ্বালানির দামের ওপর প্রভাব বিবেচনা করে ব্যাটারিচালিত রিকশা শহরের নির্ধারিত সড়কে চলাচলের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। তবে মহাসড়কে অটোরিকশা চলবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

গত ১৫ মে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ নির্দেশ দেন।

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে রাজধানীর মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। এদিন পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহন ভাঙচুর ও পুলিশ বক্সে আগুনের ঘটনাও ঘটেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকেও রামপুরা এলাকা অবরোধ করে ব্যাটারিচালিত অটো রিকশাচালকরা।