| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি রাজাকার ছিল গোপালগঞ্জে: গয়েশ্বর


ফাইল ছবি

মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি রাজাকার ছিল গোপালগঞ্জে: গয়েশ্বর


রহমত নিউজ     19 May, 2024     07:02 AM    


মুক্তিযুদ্ধের সময় গোপালগঞ্জে সবচেয়ে বেশি রাজাকার ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে জিয়া মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি  এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, গোপালগঞ্জের অধিবাসী ও বর্তমানে অনেক সরকারি কর্মকর্তার পরিবারও মুক্তিযুদ্ধবিরোধী ছিলেন। এ সময় মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা কি ছিল তা জানতে চান গয়েশ্বর।

দেশের স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, বিএনপি হতাশ নয় বরং আন্দোলন গতিশীল করতে দলটি অপেক্ষা করছে। ভোট দেয়ার নিশ্চয়তা নেই জেনে আওয়ামী লীগের ভোটাররাও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে যায় না।

গয়েশ্বর আরও বলেন, বাংলাদেশ ব্যাংকে আবারও হ্যাকের ঘটনা ঘটেছে, এটা সেখানকার কর্মকর্তাদের চেহারা দেখে বুঝা যায়। সাংবাদিকরা সেখানে ঢুকতে পারছেন না। বাংলাদেশ ব্যাংক কি কোন নিষিদ্ধ পল্লী, যে সাংবাদিক ঢুকতে পারবেনা? সাংবাদিকদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা সেখানে ঢুকবেন কি না।

তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা সবাই চাকরি হারানোর ভয়ে আছে। তাই অনেক সত্য অপ্রকাশিত থাকছে। সাংবাদিক নির্যাতনের কোনো বিচার নেই। সাগর রুনীর হত্যার তদন্ত ১০৮ বার পেছানো হয়েছে।

তিনি আরও বলেন, ভারতের পণ্য বয়কটের কথা বলব না, তবে ভারতের পণ্য ক্রয় করার আগে নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে। কেননা তাদের ৫২৭টি পণ্য ইউরোপ ব্যান করে দিয়েছে। পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর আওয়ামী লীগকেও বর্জন করতে হবে।