| |
               

মূল পাতা জাতীয় শ্রমিকদের পাওনা বঞ্চিত করলে খ্যাতিমান ব্যক্তি হলেও ছাড় নেই: প্রধানমন্ত্রী


শ্রমিকদের পাওনা বঞ্চিত করলে খ্যাতিমান ব্যক্তি হলেও ছাড় নেই: প্রধানমন্ত্রী


রহমত নিউজ     01 May, 2024     02:06 PM    


শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হলেও সরকার তাকে ছাড় দেয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ এপ্রিল) শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে রাখা বক্তব্যে তিনি বলেন, শ্রমিকের অধিকারের জন্য যারা জীবন দিয়েছিলেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

শেখ হাসিনা বলেন, আমরা চাই আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠুক। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছি। সেইসাথে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছি।

শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবেই জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা জানেন অনেক কারখানায় আগুন লাগে। সেই আগুন কেন লাগে আমরা সে বিষয়টি খুঁজে বের করেছি। আগুন কেন লাগে এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থার উন্নতি করেছি।

প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে যদি ১০টি উল্লেখযোগ্য গার্মেন্টস থাকে সেই দশটিই বাংলাদেশে। আমরা ইমার্জেন্সি হেল্প লাইনের ব্যবস্থা করেছি। গার্মেন্টস পরিদর্শনের জন্য পরিদর্শক রেখেছি। আমরা শ্রম আইন সংশোধন করেছি।