| |
               

মূল পাতা জাতীয় দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী


দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী


রহমত নিউজ     07 April, 2024     11:45 AM    


দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পা রেখেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রোববার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে যাবেন মাউরো ভিয়েরা।

দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এরপরে দুই মন্ত্রীই সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানাবেন। এই সফরে দুই দেশের মধ্যে ক্রীড়া সংক্রান্ত সমঝোতা হওয়ার কথা রয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া স্কয়ার ও বেক্সিমকো ওষুধ শিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেয়ার পর রাতেই ঢাকা ছাড়বেন মাউরো ভিয়েরা।