| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববিতে কোটি মুসল্লি


রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববিতে কোটি মুসল্লি


মুসলিম বিশ্ব ডেস্ক     24 March, 2024     03:26 PM    


চলছে পবিত্র মাহে রমজান। এরইমধ্যে পবিত্র এ মাসের প্রথম ১০ দিন শেষ হয়েছে। এ সময়ে মদিনার মসজিদে নববীতে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন মানুষ নামাজ আদায় করেছেন।

রোববার (২৪ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মদিনা শহরের কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, রমজানেরপ্রথম ১০ দিনে মসজিদে নববীতে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন মানুষ এসেছেন।
 
এছাড়া সরকারি পরিসংখ্যান অনুসারে, মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা জিয়ারতে এসেছেন ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন নবীপ্রেমি মানুষ।
 
 জনসাধারণের ভিড় এড়াতে মসজিদ কর্তৃপক্ষ এরইমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা করে সময় নির্ধারণ করা হয়েছে।

গালফ নিউজ জানায়, ইতোমধ্যে ২৬ হাজার ৯১০ জন বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তি মসজিদ কর্তৃপক্ষের কাছ থেকে সেবা পেয়ে উপকৃত হয়েছেন।

এছাড়া ১ লাখ ৯৫ হাজার ৮৯৩ জমজমের পানির বোতলের ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ। সেইসঙ্গে রোজাদারদের জন্য মনোনীত মসজিদের করিডোরে ২৯ লাখ ৮ হাজার ৫৩০ জনকে ইফতার বিতরণ করা হয়েছে।