| |
               

মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন ভোট পর্যবেক্ষণে বিদেশিদের আবেদনের সময় শেষ আজ


ভোট পর্যবেক্ষণে বিদেশিদের আবেদনের সময় শেষ আজ


রহমত নিউজ     07 December, 2023     11:11 AM    


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে (ইসি) বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় আজ শেষ হচ্ছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন বিদেশি পর্যবেক্ষকরা। এর আগে গত অক্টোবরে ইসি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন আহ্বান করেছিল। আগ্রহীদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। তখন সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় ইসি।

অন্যদিকে ইসির জনসংযোগ শাখা জানায়, নির্বাচন পর্যবেক্ষণের জন্য বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত বিভিন্ন সংস্থা ও দেশের শতাধিক ব্যক্তি আবেদন জানিয়েছেন। আবেদনগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি নেওয়ার জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া ইতিবাচক মতামতের ভিত্তিতে অনুমোদন দেবে ইসি।

এবারের সংসদ নির্বাচনে ২৯ টি দল ও স্বতন্ত্র মিলে ২৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭৩১ জনেরটা অবৈধ বলে ঘোষণা করে ইসি। বাছাইয়ে বাদপড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে পরদিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আপিল গ্রহণ শুরু করে কমিশন। যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।