| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য তফসিল দিয়ে জনগণকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে ইসি : অলি আহমদ


তফসিল দিয়ে জনগণকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে ইসি : অলি আহমদ


রহমত নিউজ     15 November, 2023     09:38 PM    


লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সরকার নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে জনগণকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। এ অবস্থায় জনগণের ভোটের অধিকার ফিরে পেতে জাতিকে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়াতে হবে। যুবসমাজকে এগিয়ে আসতে হবে। দেশকে রক্ষা করতে হবে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর প্রতিক্রিয়ায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এমন প্রতিক্রিয়া দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে আগামী ৭ জানুয়ারি ভোটের দিন ঘোষণা করা হয়।

বিএনপির সাবেক নেতা অলি আহমদ বলেন, বিগত ১৫ বছর যাবত দেশে গণতন্ত্র নেই। কর্তৃত্ববাদী সরকার দেশ পরিচালনা করছে। বর্তমান সিলেকশন কমিশন (নির্বাচন কমিশনকে বুঝিয়েছেন) বাংলাদেশে উত্তর কোরিয়া, চীন, রাশিয়ার মতো একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করে দিয়েছে। এর মধ্য দিয়ে আর ন্যূনতম মনুষ্যত্ব থাকল না।