| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি তফসিল ঘোষণার পর যা বললেন রিজভী


ফাইল ছবি

তফসিল ঘোষণার পর যা বললেন রিজভী


রহমত নিউজ     15 November, 2023     08:02 PM    


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করেন। ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে তার দাবি, নির্বাচন কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে গভীর সংকটের দিকে ফেলে দিয়েছে।

রিজভী বলেন, এই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই স্বৈরাচার সরকারের প্রধান দলদাস।

বিএনপির এই নেতা বলেন, সিলেকশন ভোটের তফসিল ঘোষণা করে জাতির চরম তামশা করেছে। ‘দীর্ঘ সময় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট আওয়ামী সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দিয়েছে এবং বিরোধী দলগুলোকে এমনকি পেশাজীবীদেরকে গুম, খুন, মামলা, হামলা, গ্রেফতার ও  নির্যাতনসহ রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন অজুহাত তৈরি করে বিএনপির মত অত্যন্ত জনপ্রিয় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বীর উত্তম ও আলতাফ হোসেন চৌধুরীসহ সিনিয়র নেতাদের কারাগারে প্রেরণ করে বিরোধী দমনের চূড়ান্ত নজির স্থাপন করে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করে আবারো ক্ষমতায় আসার সব ব্যবস্থা করেছে। সে কারণেই সরকারের পদলেহনকারি আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের দাবী দাওয়া আমলে না নিয়ে তফসিল ঘোষণা করায় দেশে সংঘাতময় পরিবেশ তৈরি হচ্ছে। এমনকি লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই সোনার বাংলাদেশ আজ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে।’

লিখিত বক্তব্যে বলা হয়, ‘এমনিতেই তথাকথিত উন্নয়নের নামে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গিয়েছে, জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য সেবা নিজেই ক্যান্সারে আক্রান্ত হয়ে অন্তিম পর্যায়ে চলে গেছে এবং সরকারের সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করে এমন পরিস্থিতি তৈরি করেছে যে সাধারণ মানুষ সাধারণভাবে কোন সেবা পায় না। মোট কথা এই সরকার যেকোনো মূল্যে দেশটাকে খুবলে খেয়ে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে এমন অবস্থা তৈরি করতে চায় যাতে তারা কোন এক দিন ক্ষমতা থেকে চলে গেলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের পক্ষে কোনমতেই দেশকে একটা স্থিতিশীল, স্বাভাবিক ও মানুষের বসবাস করার মত পরিবেশ সৃষ্টি করা সম্ভব না হয়।’