| |
               

মূল পাতা জাতীয় অবরোধে বাস চলাচল নিয়ে মালিক সমিতির বিজ্ঞপ্তি


অবরোধে বাস চলাচল নিয়ে মালিক সমিতির বিজ্ঞপ্তি


রহমত নিউজ     14 November, 2023     10:38 PM    


বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধে সারাদেশে বাস-মিনিবাস চলবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ । তিনি বলেন, ১৫ নভেম্বর (বুধবার) থেকে টানা ৪৮ ঘণ্টা অবরোধে সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ জানিয়েছে।

এনায়েত উল্যাহ আরও বলেন, জনবিরোধী হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবে না। জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে মালিক-শ্রমিকরা অবরোধ উপেক্ষা করে গাড়ি চালাবে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি এমন জনবিরোধী কর্মসূচি দিচ্ছে। অবরোধের নামে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ, শ্রমিকের জীবনহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ সময় সামনের দিনগুলোতে অবরোধে গাড়ি চলাচলে যাতে বাধগ্রস্ত না হয় এজন্য ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করিতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।