| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ‘সেদিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীর মানচিত্রে ইসরাইলকে খুঁজে পাওয়া যাবে না’


‘সেদিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীর মানচিত্রে ইসরাইলকে খুঁজে পাওয়া যাবে না’


রহমত নিউজ ডেস্ক     20 October, 2023     06:30 PM    


ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন বলেন, অনতিবিলম্বে  ইসরাইল ও মিত্র বাহিনী কর্তৃক গাজার নিরাপরাধ মানুষের গণহত্যা যদি বন্ধ না হয় তাহলে, সেদিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীর মানচিত্রে ইসরাইলের নিশান খুঁজে পাওয়া যাবে না। ইসলামের ও মুসলমানের চরম শত্রু মার্কিন বাহিনী যদি অভিশপ্ত ইসরাইলিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ বন্ধ না করে, তাহলে বাংলাদেশের মুসলমান মার্কিন দূতাবাস ঘেরাও করবে।

আজ (২০অক্টোবর) শুক্রবার বাদ জুমা রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদ চত্বরে গাজায় অভিশপ্ত ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে ইমাম সমাজ বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিল চকবাজার চত্বর থেকে আরম্ভ হয়ে সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে এসে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, মুফতি মীর হেদায়েতুল্লাহ গাজী, মুফতি শামসুল হক ওসমানী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা সোহেল আহমদ, সুলাইমান সাদীসহ প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা