| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নির্বাচন কমিশন সরকারের নির্লজ্জ দালালি করছে : ইউনুছ আহমাদ


নির্বাচন কমিশন সরকারের নির্লজ্জ দালালি করছে : ইউনুছ আহমাদ


রহমত নিউজ ডেস্ক     18 October, 2023     06:42 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহকের ভুমিকা পালন করছে। একতরফা নির্বাচনের আয়োজন করলে আজীবন বর্তমান নির্বাচন কমিশন গণধিকৃত হবেন। নিবণ্দিত দলগুলো প্রবল বিরোধীতা সত্ত্বেও নির্বাচন কমিশন সরকারের নির্লজ্জ দালালি করছে। মানুষ ভোট দিতে পারছে না। আগামী নির্বাচনে যাতে ভোট দিতে পারে সে দিকে কোন ভ্রুক্ষেপ করছে না। আজ ভোটাধিকারের জন্য রাজপথে মানুষ। দেশের আকাশ-বাতাস এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এ সরকারকে বিদায় নিতে হবে। বিদেশিরা আমাদের দেশে খবরদারি করছে। কেন করছে? কারণ তারা দেখে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। মানুষ ভোট দিতে পারছে না। আজ কতজন মানুষ ডিম খেতে পারছে? মাছ, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত খেতে পারছে? সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি। মানুষ কীভাবে খেয়ে বাঁচবে?

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা এবিএম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, অধ্যাপক নাসির উদ্দিন খান।