| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমরা মধ্যপ্রাচ্যে অতল গহ্বরের দ্বারপ্রান্তে : জাতিসংঘ মহাসচিব


আমরা মধ্যপ্রাচ্যে অতল গহ্বরের দ্বারপ্রান্তে : জাতিসংঘ মহাসচিব


আন্তর্জাতিক ডেস্ক     16 October, 2023     08:54 AM    


জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে অতল গহ্বরের দ্বারপ্রান্তে। হামাসকে কোনো শর্ত ছাড়াই জিম্মিদের মুক্তি দিতে এবং ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তার জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দেওয়ার জন্য দুটি আবেদন করেছেন তিনি। গাজায় পানি, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ শেষের দিকে। জাতিসংঘের কাছে খাদ্য, পানি, খাদ্যবহির্ভূত জিনিসপত্র, চিকিৎসা সরবরাহ ও জ্বালানির মজুত রয়েছে। এই পণ্যগুলো কয়েক ঘণ্টার মধ্যে পাঠানো যেতে পারে। স্থল পর্যায়ে থাকা আমাদের নিঃস্বার্থ কর্মীদের এবং এনজিও অংশীদারদের এসব পণ্য নিরাপদে গাজায় সরবরাহ করতে হবে এবং কোনও বাধা ছাড়াই। এই দুটি উদ্দেশ্যের তাদের নিজেদের মধ্যে জরুরি। তাই এ নিয়ে দুপক্ষের দর-কষাকষি করা উচিত নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন খবর জানিয়েছে। এর আগে বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। অর্থাৎ কোনও খাবার, জ্বালানি বা কোনও পণ্য ঢুকতে পারবে না অবরুদ্ধ অঞ্চলটিতে। অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে দেবে ইসরায়েল। পাশাপাশি প্রবেশ করতে দেওয়া হবে না খাদ্য ও জ্বালানিসহ যেকোনও পণ্য।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। আহত হয়েছেন তিন হাজার ৪০০ জন। অপরদিকে ইসরায়েলের বোমা হামলায় দুই হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।